Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন পরিষদের কার্যাবলী

 ইউনিয়ন পরিষদে ১০টি বাধ্যতা মূলক ও ৩৮টি ঐচ্ছিক দায়িত্ব ও কর্তব্যঃ

ক) বাধ্যতামুলক কার্যবলীঃ

১। আইন শৃংখলা রক্ষা করা এবং এ বিষয়ে প্রশাসনকে সহায়তা করা।

২। আপরাধ বিশৃংখলা এবং চোরাচালান দমনে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা।

৩। জনগনের অর্থনৈতিক ও মাসাজিক উন্নতি কল্পে কৃষি, বৃক্ষ রোপন, মঃস পসু সম্পদ, শিক্ষা, স্বাথ্য, কুটির শিল্প, যোগাযোগ, সেচ ও বন্য নিয়ন্ত্রন উত্যাদি ক্ষেত্রে উন্নয়ন মূলক প্রকল্প গ্রহন ও বাস্তবায়ন করা।

৪। পরিবার পরিকল্পনা কর্যক্রমের প্রসার ঘটানো

৫। স্থানিয় সম্পদের উন্নয়ন ঘটানো এবং তার ব্যাবহার নিশ্চিত করা।

৬। জনগনের সম্পত্তি যথাঃ রাস্তা, ব্রিজ, কালভার্ট বাধ, খাল বিদ্যু লাইন, সরকারী সম্পত্তি ইত্যাদি সংরক্ষন ও রক্ষনা বেক্ষন করা।

৭। ইউনিয়ন পর্যায়ে সকল সকল সংস্থার উন্নয়ন কার্যাবলী পর্যালচনা করা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এ বিষয়ে সুপারিশ পেশ করা।

৮। স্বাস্থ্য সম্মত পায়খানা স্থাপন ও ব্যাবহারে জনগনকে উদ্বুদ্ধ করা এবং এ বিষয়ে প্রচারনা চালান।

৯। জন্ম মৃত্যু , বিবাহ , অন্ধ, ভিক্ষুক ও দুস্থদের নিবন্ধন করা।

১০। সব ধরনের সুমারী পরিচালনা করা।

খ) সাধারন কার্যাবলী

১। রাস্তা ঘাটের ব্যাবস্থা ও রক্ষনা বেক্ষন করা।

২। সরকারী স্থান উন্মুক্থ জায়গা, উদ্যান ও খেলার মাঠ এর ব্যাবস্থা করা।

৩। রাস্থাঘাট ও সরকারী স্থানে আলোর ব্যাবস্থা করা।

৪। সাধারন ভাবে গাছ লাগান ও সংরক্ষন করা এবং বিষেশ করে রাস্থার পাসে সরকালী জায়গায় গাছ লাগান ও সংরক্ষন করা।

৫। কবর স্থান, শশ্নান ঘাট, জনসাধারনের সভার স্থান ও জনসাধারনের অন্যান্য সম্পত্তি রক্ষনা বেক্ষন ও পরিচালনা করা।

৬। পর্যটকদের থাকার ব্যাবস্থা ও তা সংরক্ষন করা।

৭। রাস্থাঘাট ওবং সরকারী স্থান নিয়ন্ত্রন ও অনধিকার প্রবেশ রোধ করা।

৮। ইউিনয়নের পরিছন্নতার জন্য নদী বন ইত্যাদি তত্ত্বাবধায়ন স্বাস্থকর ব্যাবস্থার উকর্ষ সাধন এবং অন্যাণ্য ব্যাবস্থা গ্রহন করা।

৯। গোবর ও আবর্জনার সংগ্রহ,  অপসরন ও ব্যাবস্থাপনা নিশ্চিত করন।

১০। অপরাধমুলক ও বিপদজনক ব্যাবসা নিয়ন্ত্রন করা।

১১। রাস্থাঘাট ও সরকারী স্থানে অসামাজিক কার্যকলাপ, উপদ্রব ইত্যাদি নিয়ন্ত্রন রা প্রসমিত করা।

১২।মৃত পশুর দেহ অবসারন ও নিয়ন্ত্রন করন।

১৩। পশু জবাই নিয়ন্ত্রন করন।

১৪। ইউনিয়ন দালান নির্মান ও পনঃনির্মান নিয়ন্ত্রন করা।

১৫। বিপদজনকত দালান ও কাঠামো নিয়ন্ত্রন করা।

১৬। নলকুপ জলধারার, পুকুর এবং পানির সরবরাহের অন্যান্য কাজের ব্যাবস্থাকরন ও সংরক্ষন। কাবার পানির উস দুষিত করন রোধের ব্রাবস্থা গ্রহন।

১৭। জন স্বাসথ্য এর জন্য ক্ষতিকর সন্দেহ যুক্ত কুপ, পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানের পানি ব্যাবস্থা নিশ্চিত করা।

১৮। খাবার পানির জন্য সংরক্ষিত কুপ, পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানে বা নিকট বর্তি স্থানে গোসল, কাপড় কাচা বা পশুর গোসল নিষিদ্ধ বা নয়ন্ত্রন করা।

২০। পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থনে বা নিকট বর্তি স্থানে সন, পাট বা অন্যান্য গাছ ভিজান নিষিদ্ধ করা।

২১। আবাসিক এলাকার মোেধ্য চামরা  রং করা বা পাকা করা নিষিদ্ধ বা নিয়ন্ত্রন করা।

২২।্আবাসিক এলাকায় মাটি খনন করে পাথর বা অন্যান্য বস্ত উত্তলন নিশিদ্ধ বা নিয়ন্ত্রন করা।

২৩। আবাসিক এলাকায় ইটের ভাটা মাটির পাত্র বা অন্যান্য চুল্লি নির্মান নিষিদ্ধ বা নিয়ন্ত্রন করা।

২৪। গৃহ পালিত পসু বা অন্যান্য পসু বিক্রয়ের তালিকা ভুক্তি করন।

২৫। মেলা ও প্রদর্শনীর আয়োজন করা।

২৬। জন সাধারনের উসব পালনে ব্যাবস্থা করা।

২৭। অগ্ন বন্যা. শিলাবৃষ্টি, ঝড় ভুমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দৃর্যোগে উদ্ধার তপরতার ব্যাবস্থা করা।

২৮। বিধবা এতিম গরি দুস্থ ব্র্যাক্তিদের সাহয্য করা।

২৯। খেরাধুলার উন্নতি করা।

৩০। শিল্প সামাজিক উন্নয়ন সমবায় আন্দোলন ও গ্রামীন শিল্পের উন্নয়ন সাধন কর।

৩১। বারতি খাদ্যা উপাদনের ব্যাবস্থা করা

৩২। পরিবেশ ব্যাবস্থাপনার কাজ।

৩৩। গবাদী পসুর খোযার নিয়ন্ত্রন ও রক্ষনা বেক্ষনে ব্রাবস্থা করা।

৩৪। প্রাথমিক চিকিসা কেন্দ্রের ব্যাবন্থা করা।

৩৫। গ্রন্থাগার ও পাঠাগারের ব্র্যাবস্থা করা।

৩৬। ইউনিয়ন পরিষদের মত সদৃশ্য কাজে নিয়জিত সংস্থাকে সহযোগীতা করা।

৩৭। জেলা প্রশাসকের নির্ধেশক্রমে শিক্ষার উন্নয়নে সাহায্য করা।

৩৮। ইউনিয়নের বাসিন্দা বা পরিদর্শনকারীদের নিরাপত্তা, আরাম আয়েস বা সুযোগ-সুবিধার জন্য প্রয়োজনিয় অন্যান্য ব্যবস্থা করা।

 

       এছাড়াও পুলিশ ও নিরাপত্তা, রাজস্ব ও প্রশাসন, উন্নয়ন ও দারিদ্র দুরিকরন এবং বিচার সংক্রান্ত বার্যাবলী নিদ্ধারিত আছে।