Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
রানির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার সময়সূচি ঘোষণা
বিস্তারিত

যুক্তরাজ্যের সদ্য প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার সময়সূচি ঘোষণা করা হয়েছে। খবর এএফপির

১৯ সেপ্টেম্বর বেলা ১১টায় লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া হবে। রাজকার্যের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা গতকাল শনিবার এ তথ্য জানান।

স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে গত বৃহস্পতিবার মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।

গতকাল বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে বলা হয়, ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার পর রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন পশ্চিম লন্ডনের উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জেস চ্যাপেলে নেওয়া হবে। সেখানে তাঁকে সমাহিত করা হবে।

রানি দ্বিতীয় এলিজাবেথের মরদেহ বর্তমানে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদের বলরুমে ওক কাঠের তৈরি কফিনে রাখা হয়েছে। কফিনটি ‘রয়্যাল স্ট্যান্ডার্ড ফর স্কটল্যান্ড’ ব্যানার দিয়ে ঢেকে রাখা হয়েছে। কফিনে দেওয়া হয়েছে ফুল।

রানির কফিন রোববার সড়কপথে ১৮০ মাইল দূরত্বের এডিনবরার হলিরুডহাউস প্রাসাদে নিয়ে যাওয়া হবে। এটি স্কটল্যান্ডে ব্রিটিশ রাজপরিবারের সরকারি আবাস।

পরে রানির মরদেহ এডিনবরার সেন্ট গিলস ক্যাথেড্রালে নেওয়া হবে। মঙ্গলবার পর্যন্ত তাঁর মরদেহ এখানেই রাখা হবে।

এডিনবরার সেন্ট গিলস ক্যাথেড্রাল থেকে রানির মরদেহ আকাশপথে লন্ডনের বাকিংহাম প্যালেসে নেওয়া হবে। সেখান থেকে বুধবার মরদেহ নেওয়া হবে ওয়েস্টমিনস্টার হলে। অন্ত্যেষ্টিক্রিয়ার আগে চার দিন তাঁর মরদেহ এখানেই রাখা হবে বলে জানায় বিবিসি অনলাইন। এ চার দিন সর্বসাধারণ রানির কফিন দেখার সুযোগ পাবে। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে পারবে।

রানির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার রাজপরিবারের সদস্য, রাজনীতিক ও বিশ্বনেতারা অংশ নেবেন।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
11/09/2022
আর্কাইভ তারিখ
14/09/2022